ঝালকাঠি পৌর কাউন্সিলরকে কুপিয়ে জখম
ঝালকাঠি পৌরসভায় পাঁচ বারের নির্বাচিত কাউন্সিলর হুমায়ুন কবির খানসহ (৫৮) তাঁর পরিবারের আরও তিন সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে শহরের পালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত কাউন্সিলরের পরিবার জানায়, ঝালকাঠি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হুমায়ুন কবির খানের পালবাড়ি এলাকার বাসায় গতকাল রাতে হামলা করে দুর্বৃত্তরা। এ সময় হুমায়ুন কবির খান গাবখান সেতু এলাকায় ছিলেন। খবর পেয়ে মোটরসাইকেলে তিনি বাসার উদ্দেশে রওনা হন। পালবাড়ি এলাকায় এলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে আহত করে। এতে তাঁর বা হাতের কবজি কেটে যায়। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। তাঁর চিৎকার শুনে পরিবারের লোকজন ঘটনাস্থলে এলে তাদেরও পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। আহতরা হলেন হুমায়ুন কবির খানের স্ত্রী রুমা বেগম (৪৫), ছেলে আবিদ খান (১৭) ও ভাতিজা আজিজুল হক খান (১৮)।
গুরুতর আহত অবস্থায় রাতেই কাউন্সিলর হুমায়ুন কবির খানকে উদ্ধার করে প্রথমে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পরে সেখান থেকে ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। অন্যদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
তাঁর পরিবার জানিয়েছে, চিকিৎসকরা বলছেন তাঁকে বাঁচাতে হাতের কবজি কেটে ফেলা হতে পারে। পুরনো বিরোধের জের ধরে এ হামলা হতে পারে বলে ধারণা করছে তাঁর পরিবার। কাউন্সিলর হুমায়ুন কবির খান জেলা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নেরও সভাপতি।
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, হামলার খবর শুনেই দ্রুত সেখানে পুলিশ পাঠানো হয়। পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।