দিনাজপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৪ যুবক গ্রেপ্তার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/05/22/dinajpur-dacoit.jpg)
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার ডুগডুগি বাজার এলাকায় ঘোড়াঘাট-হাকিমপুর আঞ্চলিক সড়কে আজ শনিবার ভোর সাড়ে ৭টায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও ডাকাতির কাজে ব্যবহৃত কিছু সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার চার যুবক হলেন জেলার নবাবগঞ্জ উপজেলার জামেরিয়া পুটিহার গ্রামের গোলাম রব্বানী জাহিদ (২০), বড়বাড়িয়া মধ্যপাড়া গ্রামের ইসতিয়াক আহম্মেদ বিপ্লব (২০), বেগুনবাড়ি গ্রামের নাজিম হোসেন নাজমুল (২০) ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বকশিচর গ্রামের শফিকুল ইসলাম (২৫)।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার ভোরে ডুগডুগি বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন দেশীয় অস্ত্রসহ কয়েকজন যুবক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাদের পিছু নিয়ে চারজনকে আটক এবং তাদের কাছে থাকা একটি হিরো মোটরসাইকেল (ঢাকা মেট্রো-হ-৩৬-০৪১৪), একটি বোল্ড কাটার ও চারটি চাকুসহ ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরে আটক যুবকদের দেওয়া তথ্য অনুযায়ী পালিয়ে যাওয়া তাদের আরও ছয় সঙ্গীসহ মোট ১০ জনের বিরুদ্ধে মামলা করা হয়।
গ্রেপ্তারকৃতদের শনিবার সকালে দিনাজপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে ওসি জানান।