দেখা নেই বৃষ্টির, ঝরে পড়ছে আম
চাঁপাইনবাবগঞ্জে এ বছর দীর্ঘ খরা ও অনাবৃষ্টির কারণে ব্যাপক পরিমাণ আম ঝরে পড়ছে। মৌসুমের শুরুতে ভালো মুকুল ও ফলন এলেও আম ঝরে পড়ায় চাষিরা পড়েছেন বিপাকে। আম রক্ষায় গাছে গাছে পানি দিয়েও ঠেকানো যাচ্ছে না ঝরে পড়া। তাই ভালো লাভের আশা করা চাষিরা এবার ক্ষতির আশঙ্কা করছেন।
আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের ৩৪ হাজার ৭৩৮ হেক্টর আম বাগানে চলছে পানির জন্য হাহাকার। জেলায় চলতি মৌসুমে নতুন পুরাতন সব জাতেরই আম গাছে ৯৫ থেকে ৯৬ ভাগ মুকুল এসেছিল। মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকূলে থাকায় গুটিও এসেছিল ভালো। কিন্তু এবার পরিপূর্ণরূপে যেতেই গাছগুলো পড়েছে দীর্ঘ খরার মুখে। গত বছরের ৯ অক্টোবর সর্বশেষ বৃষ্টি হয়েছিল চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে। ওই সময় টানা ছয় দিন ৯০ মিলি মিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছিল। এরপর টানা সাড়ে ছয় মাস বৃষ্টির দেখা নেই এই অঞ্চলে। ফলে বৃষ্টির অভাবে প্রতিদিনই ব্যাপক আম ঝরে পড়ছে। আম রক্ষায় চাষিরা ব্যস্ত গাছে গাছে পানি দেওয়া নিয়ে।
চাঁপাইনবাবগঞ্জের আমচাষি আব্দুস সালাম বলেন, ‘আম বাগানের পরিমাণ ও ভালো মুকুলের কারণে এ বছর চাঁপাইনবাবগঞ্জে আড়াই লাখ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। চাষিরাও ভালো লাভের আশা করেছিল। কিন্তু অনাবৃষ্টির চাষিদের স্বপ্ন ভঙ্গের কারণ হয়ে দাঁড়িয়েছে।’
চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক নজরুল ইসলাম বলেন, ‘দীর্ঘ খরা আমে বিরূপ প্রভাব ফেলেছে। গাছে যে পরিমাণে মুকুল আসে তার এক আনাও যদি টিকে, তাতে পর্যাপ্ত ফলন হয়। দুএকদিনের মধ্যে বৃষ্টি হয়ে গেলে উৎপাদন হবে লক্ষ্যমাত্রা মতোই।প্রকৃতি তার স্বাভাবিক রূপ নিয়ে ফিরে আসবে কৃষকের পক্ষে, মানুষের পক্ষে। খরার দুর্ভোগ লাগবে হবে বৃষ্টি-এমন আশায় দিন পার করছেন এখানকার আমচাষিরা।’

শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ