ধলেশ্বরীতে ট্রলারডুবি : আরও তিন মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ধলেশ্বরী নদীতে ট্রলারডুবির ঘটনায় শিশুসহ আরও তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। ভাসমান অবস্থায় আজ সোমবার সকালে লাশ তিনটি উদ্ধার করা হয়। এ ট্রলারডুবির ঘটনায় এখন পর্যন্ত মোট ৯ জনের মরদেহ উদ্ধার করা হলো। নিখোঁজ বাকি একজনের সন্ধানে চলছে উদ্ধার তৎপরতা।
এর আগে গতকাল রোববার সকালে চার জনের এবং বিকেলে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। এর মধ্যে দুজন নারী ও চার জন পুরুষের লাশ বিচ্ছিন্নভাবে ভাসমান অবস্থায় পাওয়া যায়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, আজ সোমবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ধলেশ্বরী নদীতে ষষ্ঠ দিনের মতো উদ্ধারকাজ শুরু করে। এর মধ্যে এক নারী ও এক শিশুসহ তিন জনের লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। এর মধ্যে এক মা ও তাঁর শিশু সন্তানের লাশ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
গত বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বক্তাবলী ঘাট থেকে ফতুল্লার ধর্মগঞ্জ ঘাটগামী ট্রলারটি ঘন কুয়াশার কারণে বরিশাল থেকে ঢাকাগামী এমভি ফারহান-৬ লঞ্চের ধাক্কায় ডুবে যায়। ওই সময় ৩০ থেকে ৪০ জন যাত্রী সাঁততে তীরে উঠতে পারলেও ১০ জন নিখোঁজ হন।