নজরুলের ওএসডির পর সাতকানিয়ার নতুন ইউএনও ফাতেমা
 
যোগদানের মাত্র সাড়ে তিন মাসের মাথায় ওএসডি হওয়া চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছেন বেগম ফাতেমা-তুজ-জোহরা। গতকাল সোমবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (চলতি দায়িত্ব) খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ফাতেমা-তুজ-জোহরাকে সাতকানিয়ার ইউএনও হিসেবে পদায়ন করা হয়।
গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব কে. এম. আল-আমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সাতকানিয়ার ইউএনও নজরুল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে হবিগঞ্জ জেলার মাধবপুরের ইউএনও (সিলেটের ফেঞ্চুগঞ্জের ইউএনও হিসেবে বদলির আদেশাধীন) বেগম ফাতেমা-তুজ-জোহরাকে ইউএনও হিসেবে পদায়নের জন্য চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছিল। চট্টগ্রামে যোগদানের একদিনের মাথায় সাতকানিয়ার ইউএনও হিসেবে পদায়ন হলো ফাতেমা-তুজ-জোহরার।
গত ২ জুলাই দুপুরে লকডাউনের মধ্যে রোগী দেখতে চেম্বারে যাওয়ার পথে ফরহাদ কবির নামের এক চিকিৎসকের কাছ থেকে এক হাজার টাকা জরিমানা আদায় ও জেলে পাঠানোর হুমকি দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. নজরুল ইসলাম। এ ঘটনায় স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রহমানের নেতৃত্বে চিকিৎসকদের তীব্র প্রতিবাদের মুখে গতকাল দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে ইউএনও নজরুল ইসলামকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি হিসেবে সংযুক্ত করা হয়।

 
                   শহীদুল ইসলাম বাবর, দক্ষিণ চট্টগ্রাম
                                                  শহীদুল ইসলাম বাবর, দক্ষিণ চট্টগ্রাম
               
 
 
 
