নয়াপল্টনে কৃষক দলের সমাবেশ
সংগঠনের ভোলা জেলা সভাপতি নুরে আলম হত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী কৃষক দলের সমাবেশ চলছে। আজ রোববার বেলা ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়। কার্যালয়ের সামনে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়। এতে রাস্তার এক পাশে যান চলাচল বন্ধ রয়েছে।
কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংগঠনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে আরও যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালামসহ কৃষকদলে মহানগর উত্তর দক্ষিণের নেতাকর্মীরা। এ ছাড়া বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশে অংশ নেন।
নূরে আলমের হত্যার বিচারসহ সরকারের পদত্যাগের দাবিতে কৃষকদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে আসেন।
বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ৩১ জুলাই ভোলায় সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলের করতে গেলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ, টিয়ার শেল নিক্ষেপ এবং গুলি চালায়। গুলিতে ঘটনাস্থলে স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রহিম মাতবর নিহত হন। গুলিবিদ্ধ আরও অন্তত ২৪ জন নেতাকর্মী ভোলা, বরিশাল ও ঢাকায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদের মধ্যে গুরুতর ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম গত বুধবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে লাইভ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান। এই ঘটনার প্রতিবাদে গত শুক্রবার থেকে ৯ দিনের কর্মসূচি শুরু করেছে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন।
সারা দেশে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন ও দোয়া অনুষ্ঠান করে বিএনপি। এ কর্মসূচি আগামী রোববার পর্যন্ত চলবে। আগামীকাল সোমবার যুবদল, ১০ আগস্ট শ্রমিক দল, ১১ আগস্ট মহিলা দল ও পর দিন স্বেচ্ছাসেবক দল সমাবেশ করবে।