নিউ মার্কেট এলাকায় সংঘর্ষে ‘হত্যা’ : ঢাকা কলেজের ৫ শিক্ষার্থী গ্রেপ্তার

রাজধানীর নিউ মার্কেট এলাকায় সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজের পাঁচ ছাত্রকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি)। কুরিয়ার সার্ভিসের ডেলিভারিম্যান নাহিদ হোসেনকে ‘হত্যায় জড়িত’ থাকায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আজ বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবিপ্রধান অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে কে এম হাফিজ আক্তার জানান, সংঘর্ষে দুটি হত্যা মামলার তদন্তে পর হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার করা শিক্ষার্থীরা হলেন—ঢাকা কলেজের হিসাব বিজ্ঞানের ছাত্র আব্দুল কাইয়ূম ও পলাশ, সমাজ বিজ্ঞানের ছাত্র ইরফান, বাংলা বিভাগের ছাত্র ফয়সাল ও ইতিহাস বিভাগের জুনায়েদ ইসলাম।
গত ১৮ এপ্রিল রাতে নিউ মার্কেট এলাকার ব্যবসায়ী, কর্মচারী ও শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। রণক্ষেত্রে পরিণত হয় এলাকা। পরে ভোরে শান্ত হলেও সকাল সাড়ে ১০টার দিকে ফের সংঘর্ষে জড়িয়ে পড়েন তাঁরা।
এতে নাহিদ ও মোরসালিন নামের দুজনের প্রাণহানি এবং অর্ধশতাধিক মানুষ আহত হন। বাদ যাননি গণমাধ্যমকর্মীরাও। ভেঙে দেওয়া হয় অ্যাম্বুলেন্স। এ ঘটনায় অন্তত তিনটি মামলা করা হয়েছে।
এরপর গত ২৪ এপ্রিল বিকেল ৫টায় ঢাকা কলেজের আন্তর্জাতিক ছাত্রাবাসের ১০১ নম্বর কক্ষে অভিযান পরিচালনা করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও ডিবির সদস্যেরা।