পার্বতীপুরে গাছ কাটা নিয়ে দ্বন্দ্বে বীরমুক্তিযোদ্ধাকে পিটিয়ে আহত
দিনাজপুরের পার্বতীপুরে গাছ কাটাকে কেন্দ্র করে একজন বীরমুক্তিযোদ্ধা ও তার সন্তানকে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে। এ নিয়ে উপজেলা মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। মামলা দায়ের করা হলেও এখনও কোনো আসামিকে গ্রেপ্তার হয়নি।
জানা গেছে, দিনাজপুরের পার্বতীপুর উপজেলা কমান্ডার, বীরমুক্তিযোদ্ধা সেলিম উদ্দীন সরকার গাছ কাটার প্রতিবাদ করায় হলদিবাড়ি রেলগেট এলাকার গোলাপ হোসেনসহ একটি সংঘবদ্ধ দল লোহার রডসহ দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে বীরমুক্তিযোদ্ধা সেলিম উদ্দীন সরকার ও তাঁর ছেলে আহত হন। তাদেরকে হলদিবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তাঁরা বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
একজন বীরমুক্তিযোদ্ধার ওপর হামলার ঘটনায় উপজেলা মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এ ব্যাপারে মুক্তিযোদ্ধার ছেলে শিহাব উদ্দীন বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। মুক্তিযোদ্ধা আহত হওয়ার ঘটনায় পুলিশ প্রশাসনে তোলপাড় শুরু হয়েছে। পরিবারটি পুলিশের সহযোগিতা কামনা করেছেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসানাত বলেন, পার্বতীপুর থানা পুলিশ এখনও কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। তবে আসামিদের ধরতে চেষ্টা চলছে।