পুটখালী সীমান্ত থেকে চিতাবাঘ উদ্ধার

বেনাপোলের পুটখালী সীমান্ত এলাকা থেকে এই চিতাবাঘটি উদ্ধার করেছেন শার্শা বন বিভাগের কর্মকর্তারা। ছবি : এনটিভি
বেনাপোলের পুটখালী সীমান্ত এলাকা থেকে আজ সোমবার বেলা ১২টার দিকে একটি চিতাবাঘ উদ্ধার করেছে শার্শা উপজেলা বন বিভাগের কর্মকর্তারা।
স্থানীয়রা জানায়, আজ সোমবার সকালে চিতাবাঘটি লোকালয়ে ঢুকে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা বিষয়টি উপজেলা বন বিভাগকে জানালে বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে চিতাবাঘটি উদ্ধার করেন।
এ সময় খবর পেয়ে ঘটনাস্থল ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নারায়ণ চন্দ্র পাল ও বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন ভুইয়া।
ইউএনও নারায়ণ চন্দ্র পাল বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। চিতাবাঘটি উপজেলা বনবিভাগ নিজেদের হেফাজতে নিয়েছে।