বজ্রাঘাতে ২ বন্ধু নিহত, অপরজন আহত
নরসিংদীর রায়পুরায় বজ্রাঘাতে দুই বন্ধু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আপর এক বন্ধু। আজ বৃহস্পতিবার (৪ মে) দুপুরে উপজেলার অলিপুরা ইউনিয়নের লোচনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই বন্ধু হলেন রায়পুরার উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুর গ্রামের জালাল উদ্দীনের ছেলে আহাদ মিয়া (২১) ও একই গ্রামের বাছেদ মিয়ার ছেলে রানা মিয়া (২০)। এ ঘটনায় আহত হয়েছেন একই গ্রামের নাছির উদ্দিনের ছেলে শিমন মিয়া (২০)।
নিহত রানা ও আহাদ মিয়া ঢাকায় একটি শপিং ব্যাগ কারখানায় কাজ করতেন। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তর বাখরনগর ইউনিয়নের চেয়ারম্যান হাবিুবুর রহমান।
জানা যায়, নিহত ও আহত যুবকরা গাছ থেমে আম পেরে বাড়ির উদ্দেশে যাওয়ার সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় আহাদ ও রানা বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান। আহত শিমনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসী ও নিহত রানার বড় ভাই রুবেল মিয়া জানান, আহাদ, রানা ও শিমন বন্ধু। আমার ভাইসহ তারা তিন জনই ঢাকায় একটি শপিং ব্যাগ তৈরির কারখানায় কাজ করে। এবার ঈদের ছুটিতে তারা তিন জনই বাড়িতে আসে। আজ দুপুরে তারা তিন বন্ধু ঝাল মুড়ি খাওয়ার জন্য স্থানীয় বাজারের দিকে যাচ্ছিল। ওই সময় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি সঙ্গে বজ্রপাত শুরু হয়। ওই সময় তাদের উপর বজ্রাঘাত হলে তাঁরা মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহাদ ও রানাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহতবস্থায় শিমনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উত্তর বাখরনগর ইউনিয়নের চেয়ারম্যান হাবিুবুর রহমান বলেন, ‘খবর পেয়ে সঙ্গে সঙ্গে নিহত যুবকদের বাড়িতে ছুটি আসি। এসে দেখি বজ্রাঘাতে দুজনের মৃত্যু হয়েছে। আহত একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাঁদের পরিবারকে সর্বাত্মক সহায়তা করা হবে।’