বনানী-কাকলিতে পুলিশের ব্লক রেইড : যা বললেন ডিসি আব্দুল আহাদ
রাজধানীর বনানী ও কাকলির কয়েকটি হোটেল ও মেসে আজ শনিবার রাতে ব্লক রেইড করে পুলিশ। আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে যাওয়া জঙ্গিদের সন্ধানে এই ব্লক রেইড চলছিল বলে সে সময় জানা যায়। রাত পৌনে ১০ টার দিকে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া এনটিভি অনলাইনকে তথ্য নিশ্চিত করে বলেছিলেন, ‘অভিযান শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।’ এরপর রাতে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ডিএমপির গুলশান বিভাগীয় ডেপুটি কমিশনার (ডিসি) আব্দুল আহাদ।
আব্দুল আহাদ বলেন, ‘আপনারা জানেন, এই বনানী-কাকলি এলকায় এর আগে বেশ কয়েকবার আমরা অভিযান চালিয়েছি। এটি পুলিশের রুটিন মাফিক একটি কাজ। যেখানেই জঙ্গি চাঁদাবাজি ও সন্ত্রাসের খবর আসছে, সেখানেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান ডিভিশন ও অন্যান্য ডিবিশনেও ব্লক রেইড হচ্ছে।’
ডিসি আহাদ বলেন, ‘আজকে হয়তো বা এখানে খুব ব্যপক আকারে, খুব বেশি ফোর্স নিয়ে অভিযান চালিয়েছি, সেটা আপনাদের নজরে এসেছে। এটা পুলিশের একান্তই রুটিন মাফিক কাজ। এর বাইরে অন্য কিছুই না।’
এক প্রশ্নের জবাবে আহাদ বলেন, ‘পুলিশ ব্লক রেইড দেয়, তল্লাশি চালায় কোনো অভিযোগ ইনফরমেশন অবশ্যই থাকে। আজকে এখানেও যখন অভিযান চালাই, অবশ্যই তার আগে আমাদের কাছে কিছু ইনফরমেশন ছিল। এখানে জঙ্গি অপরাধী চাঁদাবাজ থাকতে পারে, এমন একটি ইন্টেলিজেন্স আমাদের কাছে ছিল। এই ইন্টেলিজেন্সের ভিত্তিতে আমরা পুরো এলাকা একটি করডোনের মধ্যে এনে আজকে আমরা এই ব্লক রেইডটা চালিয়েছি।’
আরেক প্রশ্নে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘আমরা প্রায় দুই ঘণ্টা এই অভিযান চালিয়েছি। দুই ঘণ্টায় এই কাকলি এলাকায় আমরা যাদের খুঁজছি, সেই সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদকব্যবসায়ী এমন কাউকে আমরা পাইনি। আজকে এখন পর্যন্ত এই অভিযানে কাউকে গ্রেপ্তার করতে সক্ষম হইনি।’
অভিযান আরও চলবে কি না এমন প্রশ্নে ডিসি আহাদ বলেন, ‘এখানে যে অভিযানটা, এটা আমরা সাময়িকভাবে শেষ করেছি।’