বরিশালে দেশীয় অস্ত্রসহ ১০ ডাকাত গ্রেপ্তার
বরিশালের হিজলা উপজেলায় দেশীয় অস্ত্রসহ ১০ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছেন কোস্ট গার্ড সদস্যরা। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এস এম তাহসিন রহমান।
গতকাল বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলাধীন মেঘনা নদীর খালিশপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মিডিয়া কর্মকর্তা জানান, গতকাল রাতে কোস্ট গার্ড স্টেশন হিজলা এবং উপজেলা মৎস্য অফিস মা ইলিশ সংরক্ষণে যৌথ অভিযানে যায়। অভিযান শেষে টহলদল মেঘনা নদীর খালিশপুর এলাকা থেকে কোস্ট গার্ড স্টেশন হিজলায় যাওয়ার পথে রাত সোয়া ১২টার দিকে একটি নৌকায় ১০ সদস্যের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নেয়।
এ সময় কোস্ট গার্ড টহলদল দেশীয় অস্ত্রসহ ১০ ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা, চারটি দেশীয় রামদা, দুটি দা, সাতটি মোবাইল ফোন ও একটি টর্চ লাইট জব্দ করে তারা।
পরে কোস্ট গার্ড ডাকাতদের বিরুদ্ধে ডাকাতির মামলা দায়ের করে জব্দকৃত মালামালসহ হিজলা থানায় হস্তান্তর করে।