বিশ্বকাপ জয়ে ঢাবি যেন এক টুকরো আর্জেন্টিনা
কাতার ফুটবল বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার এ জয়ের পরপরই মেসি ভক্তদের বাঁধ ভাঙ্গা আনন্দ ও বিজয় উল্লাসে মুখরিত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস যেন এক টুকরো আর্জেন্টিনায় পরিণত হয়।
গতকাল (রবিবার) রাতে ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনা ম্যাচ জেতার পর ঢাবির হাজী মুহম্মদ মুহসীন হল মাঠ, ভিসি চত্ত্বর ও টিএসসিসহ পুরো ক্যাম্পাসেই এই দৃশ্য দেখা যায়।
এ সময় কয়েক হাজার আর্জেন্টিনা সমর্থককে প্রিয় দলের জার্সি গায়ে নাচ-গান করে, ঢাকঢোল পিটিয়ে, বাঁশি বাজিয়ে, আতশবাজি ফুটিয়ে, 'মেসি মেসি' 'ডি মারিয়া-ডি মারিয়া' ও 'আর্জেন্টিনা আর্জেন্টিনা' ইত্যাদি স্লোগান দিয়ে মিছিল ও মোটরসাইকেল নিয়ে ক্যাম্পাসে শোডাউন করতে দেখা যায়।
এছাড়া অনেকেই আর্জেন্টিনার পতাকা ও আর্জেন্টিনার ফুটবল তারকাদের ছবি সম্বলিত বিভিন্ন ধরনের বডি পেইন্টিংসহ নানা ব্যতিক্রমী পোশাক পরে ও সাজগোজ করে বড় পর্দায় খেলা উপভোগ করেন এবং ম্যাচ জেতার পর আনন্দ উল্লাস করে নিজ দলের বিজয় উদযাপন করেন।
বিজয় উদযাপনকালে মাহমুদ ইকবাল নামে এক আর্জেন্টিনা সমর্থক বলেন, 'আর্জেন্টিনা ৩৬ বছর পরে শিরোপা খরা কাটিয়েছে। আজ আমরা জিতেছি। আমাদের কলিজা একদম ঠান্ডা হয়ে গেছে। মেসি যে সর্বকালের সেরা খেলোয়াড় এতে কোন দ্বিধা বা সন্দেহ নেই। আমাদের একদম ষোলকলা পূর্ণ হয়েছে। আমরা এখন উৎসব করব।'
মামুন ফকির নামে এক আর্জেন্টিনা সমর্থক বলেন, 'আজকে আর্জেন্টিনা ম্যাচ জেতার পর আর্জেন্টিনার সমর্থক হিসেবে আমার অনুভূতি প্রকাশের মতো নয়। আমি খুবই এক্সাইটেড। আমার মনে হয় পৃথিবী আর কখনো এরকম ম্যাচ দেখেনি এবং মেসির মতো লিজেন্ডারি খেলোয়াড়ও কখনো দেখেনি।'
মো. শাহজাহান নামে আরেক আর্জেন্টিনা সমর্থক বলেন, 'আমরা এই দিনেরই অপেক্ষায় ছিলাম। আমাদের স্বপ্ন আজ বাস্তবে পরিণত হয়েছে। আমাদের মেসির শেষটা সুখের হয়েছে, এতেই আমরা আনন্দিত। আমরা আজ সারা রাত উল্লাস করবো। লাভ ইউ আর্জেন্টিনা। লাভ ইউ মেসি।'