ভৈরবে কৃষকদের মধ্যে ধানবীজ ও সার বিতরণ
কিশোরগঞ্জের ভৈরবে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে পুনর্বাসন কর্মসূচির আওতায় ১৯০ জন কৃষকের মধ্যে ধানবীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ ধানবীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাদিকুর রহমান সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. লতিফুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সালাহ উদ্দিন কাউসার আফ্রাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত।
আলোচনা সভায় অতিথিরা বলেন বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। তাই কৃষকদের প্রণোদনা দেওয়াসহ কৃষির উন্নয়নে নানাবিধ পদক্ষেপ নিচ্ছে। তাঁরা বাড়ির আঙিনা কিংবা ফসলি জমি যেন পতিত না থাকে সে বিষয়ে লক্ষ রাখতে কৃষকদের প্রতি আহ্বান জানান।
আলোচনা শেষে পুনর্বাসন কর্মসূচির আওতায় ১৯০ জন কৃষকের মধ্যে পাঁচ কেজি করে আমন ধানের বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়।