ভৈরবে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ায় ৩ নারী আটক
কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের ওপর হামলা চালিয়ে সাদ্দাম হোসেন নামের এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে ছিনিয়ে নিয়েছে তার স্বজনরা। হামলায় আহত পুলিশ সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ঘটনাটি ঘটেছে আজ সোমবার (১ মে) ভোর রাতে। ভৈরবের শিমুলকান্দি ইউনিয়নের গোছামারা গ্রামে এই ঘটনার পর আজ বিকেলে অভিযান চালিয়েছে পুলিশ। পরে সাদ্দামের মা-সহ দুই বোনকে আটক করে।
পুলিশ জানায়, সাদ্দাম নারী ও শিশু নির্যাতনের মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তাকে গ্রেপ্তারের জন্য এএসআই নাসির উদ্দীন দুই কনস্টেবল রবিউল ও আজাদকে সঙ্গে নিয়ে আসামির বাড়িতে অভিযান চালায়। সাদ্দামকে গ্রেপ্তার করে নিয়ে ফেরার সময় তার স্বজনরা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় তিন পুলিশ সদস্য আহত হন। পরে আহত পুলিশ সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় ফিরে আসেন।
এ বিষয়ে ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম মোল্লা বলেন, ‘আসামি সাদ্দামকে গ্রেপ্তার করে ফিরে আসার সময় তার স্বজনরা পুলিশের ওপর হামলা করে তাকে ছিনিয়ে নেয়। পরে আসামির মা ও দুই বোনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আসামি সাদ্দামকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’