ভৈরবে পুলিশের বাধায় ছাত্রদলের আনন্দ মিছিল পণ্ড
কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের বাধায় ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ মিছিল পণ্ড হয়ে গেছে। এ সময় ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মীকে লাঠিচার্জসহ শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ করেছেন নেতাকর্মীরা।
পুলিশের বাধার মুখে ছাত্রদল চাঁন্দ ভান্ডার দরবার শরীফ সংলগ্ন একটি গলিতে প্রতিবাদ সভা করে। এ সময় বক্তারা তাদের আনন্দ মিছিলে বাধা দেওয়ায় পুলিশ প্রশাসনের প্রতি তীব্র নিন্দাসহ প্রতিবাদ জানান।
ওই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজুয়ান উল্লাহ, সদস্য সচিব আরিফ মো. ফরহাদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক হিসাম রহমান, সদস্য সচিব মুকিত আব্দুল্লাহ ফারুকী, হাজী আসমত কলেজ ছাত্রদলের আহ্বায়ক শিব্বির আহমেদ হামি, সদস্য সচিব আক্তারুজ্জামান আকাশ প্রমুখ।
জানা যায়, ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সোমবার (২ জানুয়ারি) উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের যৌথ আয়োজনে আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। এ উপলক্ষে শহরের ভৈরবপুরস্থ চাঁন্দ ভান্ডার দরবার শরীফ সংলগ্ন এলাকায় খণ্ড-খণ্ড মিছিল নিয়ে জমায়েত হতে থাকে বিভিন্ন এলাকার ছাত্রদল নেতাকর্মীরা। সকাল ১১টার দিকে ভৈরব শহর ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. শ্যামল মিয়ার নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাধা দেয়। এ সময় ছাত্রদল নেতারা পুলিশ কর্মকর্তাদের সাথে বাক-বিতণ্ডায় লিপ্ত হন।
ছাত্রদল নেতাদের দাবি উপেক্ষা করে পুলিশ নেতাকর্মীদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়। এ সময় বেশ কয়েকজন নেতাকর্মীর ওপর মৃদু লাঠিচার্জসহ শারীরিক লাঞ্ছনার ঘটনা ঘটে বলে দাবি নেতাকর্মীদের।
এ বিষয়ে জানতে চাইলে পুলিশ পরিদর্শক শ্যামল মিয়া জানান, ছাত্রদল পূর্ব অনুমতি ছাড়াই মিছিলের আয়োজন করে। তাই তাদের বাধা দেওয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পুলিশের সাথে ছাত্রদল নেতাকর্মীদের লাঠিচার্জসহ লাঞ্ছনার কোনো ঘটনা ঘটেনি। তারা তর্কে লিপ্ত হলে পুলিশ শান্তভাবে তাদের বুঝিয়ে স্থান ত্যাগ এবং কর্মসূচি পালন করা থেকে বিরত রাখে।’