ভৈরবে ৬১ কেজি গাঁজাসহ দুজন আটক
কিশোরগঞ্জের ভৈরবে ৬১ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় মাদক পাচার কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়। আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) ভোরে শহরের নাটালের মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মঈনপুর গ্রামের রকিবুল হাসান রাকিব (২০) ও একই উপজেলার কালতা কোরাইশা গ্রামের পারভেজ (১৮)।
র্যাব জানায়, আজ বৃহস্পতিবার ভোরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের শহীদ সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর ভৈরব টোলপ্লাজা সংলগ্ন নাটালের মোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ঢাকাগামী একটি ট্রাক আটক করে র্যাব। পরে ট্রাকটিতে তাল্লাশি করে খাকি স্কচটেপ দ্বারা মোড়ানো ৩০টি বান্ডিলে মোট ৬১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় ট্রাকে থাকা রাকিব ও পারভেজকে আটক করা হয়।
র্যাবের ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মোহাম্মদ আক্কাছ আলী বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’