মানিকগঞ্জে কালীচরণ হত্যা মামলায় যুবকের আমৃত্য কারাদণ্ড
মানিকগঞ্জ জেলা শহরের আন্ধারমানিক এলাকার কৃষক কালীচরণ মণ্ডলকে (৭০) দা দিয়ে কুপিয়ে হত্যার দায়ে এক যুবককে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার বিকেলের দিকে আসামির উপস্থিতিতে এই দণ্ডাদেশ দেন মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য।
দণ্ডাদেশপ্রাপ্ত যুবকের নাম মো. আজাদ হোসেন (৩৫)। তার বাড়ি মানিকগঞ্জ জেলা শহরের আন্ধারমানিক এলাকায়।
মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১২ জানুয়ারি দুপুরে মানিকগঞ্জ পৌরসভাধীন আন্ধারমানিক এলাকায় গ্রিন ভ্যালি হ্যাচারির পশ্চিম পাশে নিজের সরিষাক্ষেতে কাজ করছিলেন কালীচরণ মণ্ডল। বেলা দেড়টার দিকে ধারালো দা দিয়ে কালীচরণ মণ্ডলকে গলা কেটে হত্যা করেন আজাদ। পরে তার ডান হাত কনুই থেকে কেটে তা একটি প্লাস্টিকের ব্যাগে ভরে নিয়ে যাওয়ার সময় বেউথা ঘাট এলাকায় আজাদ হোসেন জনগণ ও পুলিশের হাতে ধরা পড়েন। পরে পুলিশ ও জনগণের সামনে তিনি খুন করার বিষয়টি স্বীকার করেন।
এ ঘটনায় নিহত কালীচরণ মণ্ডলের ছেলে গোপাল মণ্ডল ঘটনার দিনই মানিকগঞ্জ সদর থানায় এজাহার করেন।
২০১৫ সালের ২৪ মে আসামি আজাদের বিরুদ্ধে ৩০২ ধারায় অভিযোগ গঠন করা হয়। পরবর্তী সময়ে ১৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে গত মাসের ৩১ তারিখে মামলার যুক্তিতর্ক শোনার পর আজ বিকেলে বিচারক রায় ঘোষণা করেন।
পরিবারের দাবি, দণ্ডাদেশপ্রাপ্ত আজাদ হোসেন একজন মানসিক বিকারগ্রস্ত, পাগল।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মথুর নাথ সরকার এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট এ টি এম শাজাহান।