মুন্সীগঞ্জে যুবকের বুকে রড ঢুকিয়ে দিলো দুর্বৃত্তরা
মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগার জের ধরে মুন্সীগঞ্জ পৌরসভায় মোহাম্মদী ভূঁইয়া (৩০) নামে এক যুবকের বুকে রড ঢুকিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার (২৮ জানুয়ারি) রাত ৭টার দিকে পৌরসভার খাসকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। রক্তাক্ত জখম অবস্থায় যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত যুবক সদরের চরকেওয়ার ইউনিয়নের উত্তর চরমুশুরা গ্রামের ইদ্রিস ভূঁইয়ার ছেলে।
যুবক মোহাম্মদী ভূঁইয়ার চাচাতো ভাই মাসুদ ভূঁইয়া জানান, জেলা শহর থেকে মোটরসাইকেলে করে যুবক মোহাম্মদী ও তার ছোট ভাই ইকরাম ভূঁইয়া নিজ বাড়ি চরমুশুরা গ্রামে যাচ্ছিল। পথিমধ্যে খাসকান্দি এলাকায় দ্রুতগতির একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ নিয়ে কথা কাটাকাটি শুরু হলে অটোরিকশার কয়েকজন যাত্রী ছোট ভাই ইকরামকে মারধর করতে থাকে। এতে যুবক মোহাম্মদী এগিয়ে গেলে এক পর্যায়ে বুকে রড দিয়ে আঘাত করে। এতে রড বুকের ভেতর ঢুকে যায়।
তিনি দাবি করেন, খাসকান্দি রমজানবেগ এলাকার মামুন, বিল্লাল, আকাশ ও রাব্বি তার ভাই মোহাম্মদীর বুকে রড ঢুকিয়ে দেয়।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার শৈবাল বসাক জানান, ‘আশঙ্কাজনক অবস্থায় যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। যুবকের বুকের ডানপাশে রড দিয়ে আঘাত করা হয়েছে।’
সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আনসারুজ্জামান জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। তবে দুর্বৃত্তদের এখনও শনাক্ত করা যায়নি। যুবকের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’