মেঘনায় সাড়ে তিন হাজার বস্তা চিনি বোঝাই ট্রলার ডুবি
মেঘনা নদীতে একটি চিনি বোঝাই ট্রলার ডুবে গেছে। বরিশালের নদীর হিজলা উপজেলার কাইছমা বাজার সংলগ্ন এলাকায় আজ বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
হিজলা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বিকাশ চন্দ্র দে এ তথ্য জানিয়ে বলেন, এমভি ফারহান-ফাহিম নামের মাঝারিমানের একটি ট্রলার নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে ফ্রেশ কোম্পানির তিন হাজার ৭২০ বস্তা চিনি নিয়ে ভোলার উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে ডুবোচরে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। এর আগে টহলরত নৌপুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ট্রলারে থাকা পাঁচ নাবিককে অক্ষত অবস্থায় উদ্ধার করে।
পরিদর্শক বিকাশ চন্দ্র দে আরও জানান, স্থানীয় জেলে নৌকায় ট্রলার থেকে ৩০০ বস্তা চিনি উদ্ধার করা হয়েছে। বাকি ৩ হাজার ৪২০ বস্তাসহ ট্রলারটি ডুবে গেছে।
পরিদর্শক বলেন, ‘ওই চিনি ভোলার হোসেন ট্রেডার্সের। তারা ঘটনাস্থলে এসেছে। ট্রলার উদ্ধারের চেষ্টা চলছে।’