ময়মনসিংহে দরিদ্রদের খাদ্য দিল র্যাব, সড়কে বেড়েছে যান চলাচল
ময়মনসিংহে কঠোর বিধিনিষেধের চতুর্থ দিন আজ রোববার সব ধরনের দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। আইনশৃঙ্খলা বাহিনীকে রাস্তার মোড়ে মোড়ে যানবাহন ও মানুষ চলাচল নিয়ন্ত্রণ করতে দেখা গেছে। সেই সঙ্গে র্যাব-১৪-এর সদস্যদের প্রান্তিক কর্মহীন পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করতেও দেখা গেছে।
আজ রোববার দুপুর ১২টা থেকে শহরের বিভিন্ন স্থানে ঘুরে বিধিনিষেধে প্রান্তিক কর্মহীন অর্ধশতাধিক পরিবারের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন র্যাব-১৪-এর অধিনায়ক আবু তালাত মো. নাঈম। এ সময় র্যাব ১৪-এর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
আবু তালাত মো. নাঈম জানান, বিধিনিষেধ আরও তিন দিন চলবে। বিধিনিষেধ কার্যকরে কঠোর হওয়ার পাশাপাশি মানুষের মানবিক বিষয়টিও তারা অগ্রাধিকার দিয়েছেন। সেই মানবিক দায়িত্ববোধ থেকেই প্রান্তিক কর্মহীন মানুষের জন্য র্যাবের এই মানবিক উদ্যোগ।
একটি কর্মহীন পরিবারের যেন আগামী তিন দিন চলে সেই পরিমাণ খাদ্যপণ্য দেওয়া হয়েছে।
বিতরণকৃত খাদ্যপণ্যের রয়েছে মুরগি, চাল, ডাল, পেঁয়াজ, তেল, বেগুন ও আলু। র্যাব সদস্যদের সরকারি রেশনের টাকায় এসব খাদপণ্য বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব অধিনায়ক।
এদিকে আজ রোববার শহরের রাস্তায় অনেক রিকশা ও অটোরিকশা চলতে দেখা গেছে। অলিগলিতে এ চিত্র ছিল আরও বেশি। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অকারণে রাস্তায় বের হওয়া ব্যক্তিদের অর্থদণ্ড করেছেন।
জেলা ও উপজেলা শহরের প্রধান প্রধান সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জনগণ যেন বিধিনিষেধ মেনে চলে, তা নিশ্চিত করতে ছিলেন কঠোর অবস্থানে। রাস্তায় বের হওয়া প্রায় সবাইকে জবাবদিহি করতে হয়েছে।
সকাল থেকেই জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক ও পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান বিভিন্ন স্থানে গিয়ে সরকার ঘোষিত বিধিনিষেধ কার্যকর করতে রাস্তায় থাকা আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা পরিদর্শন করেছেন।