বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রেলপথ অবরোধ
রোববার বাকৃবির জব্বারের মোড়ে তিস্তা ট্রেন আটকে অবরোধ পালন করেন শিক্ষার্থীরা। ছবি : এনটিভি
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষায় পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) অবাস্তব ও বৈষম্যমূলক সময় নির্ধারণের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার (২৩ নভেম্বর) বেলা ১১টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) জব্বারের মোড়ে রেলপথ অবরোধ করেন তারা।
এ সময় তিস্তা ট্রেন আটকে দিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এর ফলে ঢাকাগামী ট্রেনগুলো বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে।
এর আগে বাকৃবি কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে জব্বরের মোড়ে গিয়ে রেলপথ অবরোধ করে। আন্দোলনকারীরা জানান, বিসিএস লিখিত পরীক্ষার সময় পিছিয়ে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আন্দোলন চলবে।
এর আগে গতকাল শনিবার সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত একই দাবিতে রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা।

আইয়ুব আলী, ময়মনসিংহ