রাবি ছাত্রীর মৃত্যু, হত্যা মামলায় স্বামী কারাগারে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের বিভাগের রিক্তা আক্তার (২১) নামের এক শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় তাঁর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে নগরীর মতিহার থানায় রিক্তার বাবা লিয়াকত আলী জোয়ার্দার এই মামলা দায়ের করেন৷ পরে রিক্তার স্বামী আব্দুল্লাহ ইসতিয়াক রাব্বীকে গ্রেপ্তার করা হয়। তিনিও একই রাবি’র একই বিভাগের শিক্ষার্থী।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ‘রিক্তার মৃত্যুর বিষয়টি ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া কিছুই বলা যাচ্ছে না। ফরেনসিক রিপোর্ট আসতে আরও সময় লাগবে৷ আর এই প্রতিবেদন অনুযায়ী আমরা আইনগত ব্যবস্থা নেব৷ তবে, রিক্তার বাবা মামলা করায় তাঁর স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।’
গতকাল শুক্রবার রাত ১২ টার দিকে নগরীর ধরমপুর এলাকার একটি বাসা থেকে রিক্তা আক্তারকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রিক্তা আক্তার বিশ্ববিদ্যালয় আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁর গ্রামের বাড়ি কুষ্টিয়া কুমারখালির জোতপাড়ায়। রিক্তার স্বামী আব্দুল্লাহ ইসতিয়াক রাব্বী বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের একই বর্ষের শিক্ষার্থী।