লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ
পটুয়াখালীতে লঞ্চ থেকে পড়ে মো. সাইফুল বিশ্বাস (৩০) নামে এক যুবক নদীতে নিখোঁজ হয়েছেন। আজ শুক্রবার (১০ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া লঞ্চঘাট এলাকার তেঁতুলিয়া নদীতে এ ঘটনা ঘটে।
লঞ্চটি ঢাকা থেকে ছেড়ে রাঙ্গাবালীর কোড়ালিয়ার উদ্দেশে আসতে ছিল।
নিখোঁজ যুবক রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের হানিফ বিশ্বাসের ছেলে।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার জানান, নিখোঁজ সাইফুল গতকাল বৃহস্পতিবার পূবালী-৫ লঞ্চযোগে বাড়ি ফিরছিলেন। পরে আজ ভোরে লঞ্চটি দশমিনার বাঁশবাড়িয়া লঞ্চঘাট সংলগ্ন তেঁতুলিয়া নদী অতিক্রমকালে ফজরের নামাজের জন্য লঞ্চের পেছনের দিকে ওজু করতে গিয়ে নদীতে পড়ে যান। খবর পেয়ে দশমিনা নৌপুলিশ ও ফায়ার সার্ভিস নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে।
এদিকে নিখোঁজের ছয় ঘণ্টা পরও সন্ধান না মেলায় স্বজনদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে।
নিখোঁজ সাইফুলের বড় ভাই বাদশা বিশ্বাস বলেন, ‘আমরা তরমুজ বিক্রি করে ঢাকা থেকে লঞ্চে করে বাড়ি ফিরছিলাম। পথিমধ্যে আমার ছোট ভাই অজু করতে গিয়ে লঞ্চের পেছন দিয়ে পা পিছলে পড়ে যায়। ঘটনার ছয় ঘণ্টা পার হলেও এখনও তার কোনো খোঁজ মেলেনি। বাসার সবাই খুব কান্নাকাটি করছে। প্রশাসনের কাছে উদ্ধার অভিযান জোরদার করার জন্য জোর দাবি জানাচ্ছি।’