শাবিপ্রবি শিক্ষার্থীদের সাধুবাদ, দাবি পূরণের আশ্বাস শিক্ষামন্ত্রীর
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা অনশন কর্মসূচি থেকে সরে আসায় সাধুবাদ জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় তিনি তাঁদের সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন।
আজ বুধবার সন্ধ্যায় শাবিপ্রবির ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন শিক্ষামন্ত্রী।
‘শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক’ উল্লেখ করে দীপু মনি বলেন, ‘তাঁদের যৌক্তিক দাবি-দাওয়া বাস্তবায়ন করা হবে।’ তিনি বলেন, ‘শিক্ষার্থীরা অনশন ভেঙেছেন, এজন্য আমরা তাঁদের সাধুবাদ জানাচ্ছি।’
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ‘শাবিপ্রবি শিক্ষার্থীদের আন্দোলনে সহিংসতা-ভাংচুরের ঘটনা ঘটেনি, তাঁরা শান্তিপূর্ণ আন্দোলন করেছেন।’ তিনি বলেন, ‘শিক্ষার্থীরা চাইলে আলোচনায় বসতে আমরা সিলেট যাব। তাঁরা চাইলে আমরা যে কোনো সময় তাঁদের সঙ্গে বসবো।’
উপাচার্যকে সরানো হবে কি না, এমন প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, ‘রাষ্ট্রপতি উপাচার্য নিয়োগ দেন। ফলে উপাচার্যকে সরাতে নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। তাকে রাখা হবে, নাকি সরানো হবে, তা আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।’ তিনি বলেন, ‘একজন উপাচার্যকে সরানো হলে সেখানে আরেকজন আসবেন। আমাদের সমস্যা চিহ্নিত করে সমাধানের দিকে নজর দিতে হবে।’
দীপুমনি বলেন, ‘আমরা আশা করি, শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে এখানেই আন্দোলনের ইতি টানবেন। আমরা তাঁদের দাবি খতিয়ে দেখে সমাধানের ব্যবস্থা করবো।’
‘অপরাধী যেই হোক, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’ উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘এ আন্দোলনের মাধ্যমে কিছু সমস্যা উঠে এসেছে। এটা শুধু শাবিপ্রবিতে নয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়েরও। এ ধরনের সংকটের সমাধান করা হবে।’
কয়েকজন শিক্ষার্থীর গ্রেপ্তারের বিষয়ে মন্ত্রী বলেন, ‘তাঁদের জামিন হয়েছে। তাঁরা যেন হয়রানির শিকার না হন, সে বিষয়টা আমরা দেখবো।’