শেরপুরে খেলাঘরের সংগঠন পাতাবাহারের ৫০ বছর পূর্তি উদযাপন
শেরপুরের পুরনো শিশুকিশোর সংগঠন পাতাবাহার খেলাঘর আসর ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি পালন করে। আজ শুক্রবার সকালে শেরপুর শিল্পকলা একাডেমিতে আনুষ্ঠানিকভাবে পূর্তি অনুষ্ঠান শুরু হয়।
সকালে জাতীয় সংগীত ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক। এরপর শিল্পকলা একাডেমি মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় শেরপুরের পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন হুইপ আতিউর রহমান আতিক।
এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যার রফিকুল ইসলাম, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক প্রণয় সাহা, জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত পিপি অ্যাডভোকেট ইমাম হোসেন ঠাণ্ডু প্রমুখ।
আলোচনা সভা শেষে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। এরপর শহরে বের করা হয় আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রায় সংগঠনটির শিশু-কিশোরসহ স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিরা অংশগ্রহণ করেন।