শেরপুরে মেছোবাঘ উদ্ধার বনবিভাগের
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাঁঠালগাছ থেকে একটি মেছোবাঘ উদ্ধার করেছেন বনবিভাগের কর্মীরা। তারা পুলিশের সহায়তায় মেছোবাঘটি উদ্ধার করে।
উপজেলার সদর ইউনিয়নের বন্দভাটপাড়া গ্রাম থেকে আজ রোববার (২৯ ফেব্রুয়ারি) সকালে মেছোবাঘটি উদ্ধার করা হয়।
বনবিভাগের রাংটিয়া রেঞ্জের গজনী বিট কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ জানান, আজ সকালে বাবু নামে এক ব্যক্তির বাড়ির কাঁঠালগাছে মেছোবাঘটিকে দেখতে পায় এলাকাবাসী। পরে বনবিভাগ ও থানায় খবর দিলে পুলিশ সদস্যদের নিয়ে বনবিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মেছোবাঘটি উদ্ধার করে এবং থানায় নিয়ে আসে।
বিট কর্মকর্তা জানান, থানা কর্তৃপক্ষ মেছোবাঘটি বনবিভাগের কাছে হস্তান্তর করে। বনবিভাগ মেছোবাঘটি গারোপাহাড়ে অবমুক্ত করে।
বিট কর্মকর্তা মকরুল ইসলাম আরও জানান, মেছোবাঘ এমনিতেই কম দেখা যায়। বাঘটি সম্ভবত খাবারের সন্ধানে বন থেকে লোকালয়ে এসে পড়েছিল।