সর্বাত্মক লকডাউন উপেক্ষা করে মদনে পশুর হাট
বৈশ্বিক মহামারি করোনাভাইরাস প্রতিরোধে সারা বিশ্ব আজ টালমাটাল। এই সংক্রমণ রোধে সরকার সারা দেশে সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে। সেই লকডাউন উপেক্ষা করে নেত্রকোনার মদনে বসেছে পশুর হাট। আজ বৃহস্পতিবার স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই এ হাট বসিয়েছে কর্তৃপক্ষ।
প্রশাসন এ বিষয়ে কোনো রকম পদক্ষেপ না নেওয়ায় হাট বন্ধ রাখা সম্ভব হয়নি বলে জানায় বাজার কর্তৃপক্ষ।
মদন উপজেলার সর্ববৃহৎ হাট পৌর সদরের দেওয়ান বাজারে সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার বসে হাট। তাতে এ এলাকার প্রচুর লোক সমাগম ঘটে। তবে সপ্তাহে একদিন বৃহস্পতিবার বসে পশুর হাট। বাজার নিয়ন্ত্রণ করেন দেওয়ান জাহের বখত গং ওয়াকফ এস্টেট।
আজ দুপুর থেকে বিকেল পর্যন্ত দেওয়ান বাজারে দেখা যায়, পশুর হাটে স্বাস্থ্যবিধির বালাই নেই। হাটে আসা লোকজনের মুখে নেই মাস্ক। দূর-দূরান্ত থেকে ক্রেতা-বিক্রেতা এসে জনসমাগম করায় স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে এলাকার জনসাধারণ।
সরকারের সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিনে মদনে এমন ঢিলেঢালা লকডাউন নিয়ে দেখা দিয়েছে নানান প্রশ্ন?
হাটের খাজনা আদায়কারী রিপন সিদ্দিকী বলেন, ‘হাট বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। এর বেশি কিছু জানতে হলে মুতাওয়াল্লির সঙ্গে কথা বলেন।’
বাজার পরিচালনাকারী ওয়াকফ এস্টেটের মুতাওয়াল্লি দেওয়ান মোদাচ্ছের হোসেন শফিক জানান, সপ্তাহিক হাট বন্ধ ঘোষণা দিয়েছিলাম। দূর-দূরান্ত থেকে ক্রেতা-বিক্রেতারা চলে এসেছে ফলে আমাদের কিছু করার নেই। কিন্তু প্রশাসন এ ব্যাপারে সহযোগিতা না করায় হাট বন্ধ রাখা সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ বলেন, ‘গরুর হাট বসানো বন্ধ রাখার সরকারি নির্দেশনা না থাকায় ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। তবে এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।’