সাত খুনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নূর হোসেনের বিরুদ্ধে সাক্ষ্য শুরু
নারায়ণগঞ্জের সাত খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেন এবং তার স্ত্রী রুমা হোসেনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও জ্ঞাত আয়বহির্ভুত সম্পদ অর্জনের মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-১-এর বিচারক হোসনে আরার আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এদিন আদালতে দুই আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেন দুদকের উপপরিচালক জুলফিকার আলী। সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আগামী ১১ ফেব্রুয়ারি জেরা এবং পরবর্তী সময়ে সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেন।
এদিন সাক্ষ্যগ্রহণের সময় নূর হোসেনকে কারাগার থেকে হাজির করা হয় এবং নূর হোসেনের স্ত্রী রুমা জামিনে থেকে হাজির ছিলেন।
নথি থেকে জানা গেছে, ২০১৬ সালের ১ আগস্ট মিথ্যা তথ্য দাখিল, অবৈধ সম্পদ অর্জন, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাজধানীর রমনা থানায় দুদকের উপরিচালক মো. জুলফিকার আলী বাদী হয়ে দুজনের বিরুদ্ধে মামলা দুটি দায়ের করেন।
এজাহারে, নূর হোসেনের দাখিল করা সম্পদ বিবরণীতে দুই কোটি ৪০ লাখ চার হাজার ১৭২ টাকার স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য গোপান করে মিথ্যা তথ্য দাখিলের অভিযোগ আনা হয়েছে। সেইসঙ্গে দুই কোটি ৭৬ লাখ ১১ হাজার ৮১৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মালিকানা অর্জন ও ভোগদখলের অভিযোগও আছে এ মামলায়। আর নূর হোসেনের স্ত্রী রুমা হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্রে পাঁচ কোটি ৪৩ লাখ ২২ হাজার ১১৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
পরবর্তীতে, গত বছরের ১৮ মার্চ দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।