সাভারে ছাত্রলীগের ইউনিয়ন সভাপতির বিরুদ্ধে কিশোরী ধর্ষণের মামলা
সাভারে কিশোরীকে ধর্ষণের অভিযোগে সাভার সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল রানার বিরুদ্ধে মামলা হয়েছে।
সাভার মডেল থানায় ওই কিশোরীর মা বাদি হয়ে সোহেল রানাকে প্রধান আসামি করে গতকাল বৃহস্পতিবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন বলে জানিয়েছেন মডেল থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম।
পুলিশ জানায়, সাভারের ইমান্দিপুর এলাকার ১৪ বছরের এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত কয়েকমাস বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করে আসছিলেন সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল রানা। পরে ওই কিশোরী সোহেল রানাকে বিয়ের জন্য চাপ দিলে সে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। গতকাল বৃহস্পতিবার রাতে সাভার মডেল থানায় উপস্থিত হয়ে ওই কিশোরীর মা রানী বেগম বাদী হয়ে সোহেল রানাকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
এদিকে, মামলা হওয়ার পরেই সোহেল রানা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, এ ঘটনায় সাভার সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল রানাকে তার পদ থেকে অব্যহতি দিয়েছে উপজেলা ছাত্রলীগ। সেই সঙ্গে সদর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন সাভার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ কবির।
ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার করতে বিভিন্ন স্থানে অভিযান চলছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার এসআই শহিদুল ইসলাম।
অপরদিকে, সাভারের আমিনবাজার এলাকায় এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তি এবং আশুলিয়ার জামগড়া এলাকায় এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগ দুজনকে আটক করেছে পুলিশ। এদিকে, ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাদের মোল্লার বিরুদ্ধে এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে।

জাহিদুর রহমান