স্বাস্থ্যবিধি না মানায় নওগাঁয় চারদিনে প্রায় ৪২ হাজার টাকা জরিমানা
নওগাঁয় সর্বাত্মক লকডাউনের চতুর্থ দিন পর্যন্ত বিভিন্ন বিধিনিষেধ অমান্য করায় মোট ৩৯টি মামলায় ২০৯ ব্যক্তির কাছে থেকে ৪১ হাজার ৭৯০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
নওগাঁর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) রাজিয়া সুলতানা বলেছেন, ‘জেলায় করোনা প্রতিরোধে কঠোরভাবে লকডাউন মানতে সাধারণ মানুষকে বাধ্য করতে জেলা প্রশাসক মো. হারুন-অর-রশিদের নির্দেশে এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।’
রাজিয়া সুলতানা আরও বলেন, ‘মাস্ক না পরা, সামাজিক দূরত্ব না মানা, সরকারঘোষিত যেসব দোকানপাট বন্ধ রাখার কথা সেগুলো খুলে রাখাসহ বিভিন্ন বিধিনিষেধ না মানার কারণে এসব মামলা ও জরিমানা করা হয়েছে।’
এডিএম জানান, লকডাউনের প্রথম দিনে ১৪ এপ্রিল বুধবার জেলায় একটি মামলায় দুজনের মোট ৪০০ টাকা, দ্বিতীয় দিন বৃহস্পতিবার ১৩ মামলায় ৭১ জনের কাছ থেকে ১৬ হাজার ৭০০ টাকা, তৃতীয় দিন শুক্রবার ১৬ মামলায় মোট ৮৭ জনের কাছ থেকে ১৭ হাজার ৯৪০ টাকা এবং চতুর্থ দিন আজ শনিবার ৯টি মামলায় মোট ৪৯ জনের কাছ থেকে ছয় হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়েছে।
নওগাঁর অতিরিক্ত জেলা ম্যাজেস্ট্রেট (এডিএম) রাজিয়া সুলতানা বলেন, ‘লকডাউনের জনসমাগম নিয়ন্ত্রণের জন্য প্রশাসন সর্বাত্মক চেষ্টা করছে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে জেলা প্রশাসকের নির্দেশে জেলায় ভ্রাম্যমাণ আদালতের ১৬টি দল কাজ করছে। মানুষ যদি সচেতন না হয়, তাহলে শতভাগ স্বাস্থ্যবিধির সাফল্য আসবে না। একজনকে অর্থদণ্ড দেওয়ার মানে তাঁর আশপাশের মানুষ যেন আরও সচেতন হন।’

আসাদুর রহমান জয়, নওগাঁ