বুধবার থেকে চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ
চট্টগ্রামে কাল বুধবার থেকে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ দিয়েছে মহানগর পুলিশ (সিএমপি)। উচ্চ আদালতে দায়ের করা রিট পিটিশন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে খারিজ হয়ে যাওয়ায় সিএমপি ওই ধরনের রিকশা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সিএমপির উপকমিশনার (ট্রাফিক) মাসুদ উল হাসান জানান, উচ্চ আদালতে দায়ের করা রিট পিটিশন ২২ জুন বিচারকদের সমন্বয়ে গঠিত বেঞ্চ খারিজ করে দিয়েছেন। ফলে কাল বুধবার থেকে চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশা বের না করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় অভিযান চালিয়ে এসব ব্যাটারিচালিত রিকশা জব্দ করা হবে। ব্যাটারিচালিত রিকশা নগরীতে বের না করতে রিকশাচালক ও মালিকদের অনুরোধ জানিয়েছে সিএমপি। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানান ট্রাফিক বিভাগের উপপুলিশ কমিশনার।
২০১৩ সালের শুরু থেকে চট্টগ্রামে চালু হয় ব্যাটারিচালিত রিকশা। সিটি করপোরেশনের অনুমতি না থাকলেও ধীরে ধীরে বাড়তে থাকে এর সংখ্যা। ফলে যানজট তীব্র হওয়ার পাশাপাশি ঘটতে থাকে একের পর এক দুর্ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে উচ্চ আদালতের নির্দেশে গত ২০ মার্চ থেকে নগরে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করে দেয় সিএমপি। এরপর উচ্চ আদালতে আপিল করে রিট পিটিশন দিয়ে নগরে এসব যানবাহন চলাচল করছিল।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম