অসুস্থ মাকে দেখতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু

ঈদ করা হয়েছে মা আনোয়ারার সঙ্গে। ছুটি শেষে ঢাকায় ফিরে আসেন দুই ভাই কামাল হোসেন (৪১) ও আমির হোসেন (৩০)। গতকাল মঙ্গলবার বাবা কুদ্দুস মিয়ার ফোন আসে, মা আনোয়ারা গুরুতর অসুস্থ।
এ খবর শুনে দ্রুত বাড়ির দিকে রওনা দেন দুই ভাই। কিন্তু মাকে আর দেখা হলো না। পথে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই ভাই।
আজ বুধবার পটুয়াখালীর দুমকি-বাউফল সড়কের দুমকি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। কামাল ও আমিরের মরদেহ এখন পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে।
দুই ভাই বাউফলে দাসপাড়া ইউনিয়নের বাহের দাসপাড়া গ্রামের বাসিন্দা। মা আনোয়ারা ওই গ্রামেই থাকেন। দুই ভাই ব্যবসার কাজে ঢাকায় থাকতেন।
দুমকি থানার উপপরিদর্শক (এসআই) কবির হোসেন জানিয়েছেন, বাবা কুদ্দুস মিয়ার কাছে ফোন পেয়ে আজ বুধবার ভোরেই ঢাকা থেকে সড়কপথে রওনা দেন কামাল ও আমির। লেবুখালী থেকে একটি ভাড়া মোটরসাইকেলে করে বাউফলের উদ্দেশে যাচ্ছিলেন দুই ভাই। বিকেল ৩টার দিকে দুমকির রাজাখালী সড়কে উল্টো দিক থেকে আসা একটি টেম্পোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ওই মোটরসাইকেলের। ঘটনাস্থলেই মারা যান কামাল ও আমির।
দুই ভাইয়ের মৃত্যুর খবরে দাসপাড়া ইউনিয়নের বাহের দাসপাড়া গ্রামে নেমে আসে শোক।