কুড়িগ্রামে এক যুগ পর তিন ইউপির নির্বাচন চলছে
দীর্ঘ একযুগ পর কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা, বন্দবের ও নবগঠিত চর শৌলমারী ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ শুরু হয়েছে।
আজ বুধবার সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।
দীর্ঘ সময় পর নির্বাচন হওয়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোট দিচ্ছেন ভোটাররা।
নির্বাচন অফিস জানিয়েছে, রৌমারী উপজেলার ১ নম্বর দাঁতভাঙ্গা, ৩ নম্বর বন্দবের ও নবগঠিত ৬ নম্বর চরশৌলমারী ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিভিন্ন পদে মোট ২৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ২০ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৫৩ জন এবং সাধারণ সদস্য পদে ১৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তিন ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৬০ হাজার ৫৬২ জন। এর মধ্যে ৩১ হাজার ৬৫ জন নারী ও ২৯ হাজার ৪৯৭ জন পুরুষ ভোটার।
নির্বাচন সুষ্ঠ করতে পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার-ভিডিপিসহ বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
রৌমারী উপজেলা রিটার্নি কর্মকর্তা আবদুল হান্নান জানান, এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। ভোটকেন্দ্রে ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে, এ জন্য নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা। এ নির্বাচনে মোট ২৭টি কেন্দ্রে ১৭৫টি বুথ রয়েছে।
রৌমারী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শংকর কুমার বিশ্বাস জানান, ভোট কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে রয়েছে ২৯৭ জন পুলিশ, দুই প্লাটুন বিজিবি, এক প্লাটুন র্যাব সদস্য এবং ৪৫৯ জন আনসার ভিডিপির সদস্য।
সবশেষ ২০০৩ সালে বন্দবের ও দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। পরে এ দুটি ইউনিয়নের কিছু অংশ নিয়ে ৬ নম্বর চরশৌলমারী নামে একটি নতুন ইউনিয়ন গঠিত হয়। সীমানা নির্ধারণসংক্রান্ত বিষয় নিয়ে মামলা চলায় এই দীর্ঘ সময় নির্বাচন অনুষ্ঠিত হয়নি।