গোয়ালন্দে বাসচাপায় বৃদ্ধ নিহত
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় যাত্রীবাহী একটি বাসের চাপায় জালাল মৃধা (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
আজ রোববার দুপুর ১২টার দিকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের মকবুলের দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে নিহত জালাল মৃধার বাড়ি উপজেলার হোসেন মোল্লাপাড়া গ্রামে।
গোয়ালন্দ থানার উপপরিদর্শক (এসআই) আতিয়ার রহমান জানান, দুপুর ১২টার দিকে মকবুলের দোকান এলাকার সামনে দিয়ে জালাল মৃধা হেঁটে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ বাসটি আটক করেছে। এ ব্যাপারে গোয়ালন্দঘাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।