বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যু
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান খান (মিজান মাস্টার) (৬০) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ভোরে মাছের ঘের দেখতে বাড়ি থেকে বের হলে ইউপি চেয়ারম্যান বিদ্যুৎস্পৃষ্ট হন বলে জানান দুধল ইউনিয়ন পরিষদের সচিব মো. ইউনুস খান।
চেয়ারম্যানের লাশ পারিবারিকভাবে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম।
হাবিবুর রহমান খান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পাশাপাশি বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। সম্প্রতি তিনি কামারখালি কে এস ইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ থেকে অবসরে যান।