সেচ পাম্প মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

নড়াইলের লোহাগড়া উপজেলায় সেচ পাম্প মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফুর রহমান (৩৬) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার জয়পুর ইউনিয়নের জয়পুর পশ্চিমপাড়া গ্রামের সাইফার ফকিরের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফুর রহমান উপজেলার কুমারকান্দা গ্রামের মুজিবর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে জয়পুর পশ্চিমপাড়া গ্রামের সাইফার ফকিরের বাড়িতে ইলেকট্রিক সেচ পাম্প নষ্ট হলে তিনি লোহাগড়া বাজারের একটি ইলেকট্রনিক্স দোকানে যান। দোকান মালিকের পরামর্শে সেচ পাম্পটি মেরামতের জন্য আরিফুর রহমানকে বাড়িতে নিয়ে আসেন। ৫০০ টাকার চুক্তিতে আরিফুর সেচ পাম্পটি মেরামতের কাজ শুরু করেন। কাজের শুরুতে বাড়ির মালিক সাইফার ফকির তাকে মেইন সুইচ বন্ধ করতে বলেন। তবে আরিফুর জানান, সুইচ বন্ধ করার প্রয়োজন নেই। কিছুক্ষণ পর সেচ পাম্পের তার কাটার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে মেইন সুইচ বন্ধ করে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।