ঝালকাঠিতে লঞ্চে কিশোরীকে গণধর্ষণ, মানববন্ধন
ঝালকাঠিতে যাত্রীবাহী লঞ্চে কিশোরীকে গণধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা শাখা। সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মানবাধিকার কমিশনের সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার দুই শতাধিক লোক অংশ নেয়। সংগঠনের জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট লিয়াকত হোসেন খানের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সহসভাপতি দিপু লাল দাস, সাধারণ সম্পাদক আবু সাইদ খান, কমিউনিস্ট পার্টির নেতা কমরেড প্রশান্ত দাস হরি, মানবাধিকারকর্মী জাহাঙ্গীর আলম, হাফিজ আল মাহমুদ, ইদ্রিস মল্লিক ও জালাল আহমেদ।
বক্তারা অভিযোগ করেন, ঝালকাঠি শহর যুবলীগের সভাপতি হক খলিফার ছেলে জেলা প্রশাসকের কার্যালয়ের পিয়ন আরিফ খলিফা ও তাঁর সহযোগীরা গত ৯ সেপ্টেম্বর বিকেলে ঝালকাঠি লঞ্চঘাটে অপেক্ষমাণ সুন্দরবন-২ লঞ্চের কেবিনে আটকে এক কিশোরীকে ধর্ষণ করে। পুলিশ হাতের কাছে পেয়েও যুবলীগ নেতার ছেলে হওয়ায় আরিফকে গ্রেপ্তার করেনি। এ ঘটনায় ১০ সেপ্টেম্বর নির্যাতিত ওই কিশোরীর এক বন্ধু মামলা করার পর থেকে ধর্ষণকারীরা পলাতক রয়েছে। ঘটনার পাঁচদিন অতিবাহিত হলেও পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারেনি বলেও অভিযোগ করেন বক্তারা।
বক্তারা আরিফ ও তাঁর সহযোগীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়ে বলেন, প্রশাসন ইচ্ছা করলে প্রযুক্তি ব্যবহার করে তাদের গ্রেপ্তার করতে পারে। তাদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না করলে পরবর্তীতে কঠোর কর্মসূচি পালন করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।