মানিকগঞ্জে দুই ভুয়া ডিবি পুলিশ কারাগারে
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামশা বাজারে সালিশ চলছিল। সেখানে প্রভাব বিস্তারের চেষ্টা করছিলেন দুই ব্যক্তি। তাঁরা নিজেদের পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য বলে পরিচয় দেন। স্থানীয় বাসিন্দারা পরিচয়পত্র ও কর্মস্থল সম্পর্কে জানতে চাইলে সঠিক তথ্য দিতে পারেননি কেউই। শেষে দুই ব্যক্তির ঠিকানা হয়েছে শ্রীঘরে।
গতকাল বুধবার এ ঘটনা ঘটে। আওলাদ হোসেন (৩২) ও সোহেল রানা (২২) নামের দুই ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে দেয় স্থানীয় বাসিন্দারা। আজ বৃহস্পতিবার বিকেলে বিচারিক হাকিমের আদালত ২-এর বিচারক ফারজানা আহমেদ তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আটক আওলাদ সিংগাইর উপজেলার দক্ষিণ জামশা গ্রামের বাসিন্দা এবং সোহেল রানা উত্তর জামশা গ্রামের বাসিন্দা।
স্থানীয় বাসিন্দারা জানান, ওই সালিশে আওলাদ ও সোহেল নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দেন। এ সময় লোকজন তাঁদের পরিচয়পত্র ও কর্মস্থল সম্পর্কে জানতে চাইলে তাঁরা উল্টা-পাল্টা কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে উত্তেজিত হয়ে তাদের গণপিটুনি দিয়ে আটকে রেখে পুলিশ খবর দেয় স্থানীয়রা। সন্ধ্যার পর পুলিশ গিয়ে উভয়ের পরিচয় ভুয়া নিশ্চিত হয়ে আটক করে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সয়দুজ্জামান জানান, আওলাদ ও সোহেল পুলিশের গোয়েন্দা শাখার সদস্যের ভুয়া পরিচয় দিয়ে প্রভাব বিস্তার এবং প্রতারণার সঙ্গে আগে থেকে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এ ঘটনায় পুলিশ তাঁদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠায়।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ