ডেসটিনির পরিচালকের জামিন আবেদন খারিজ
অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হওয়া ডেসটিনি ২০০০ লিমিটেডের পরিচালক দিদারুল আলমের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এ মামলায় আগামী এক মাসের মধ্যে অভিযোগ গঠন ও এক বছরের মধ্যে মামলা নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
মামলাটি বর্তমানে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে রয়েছে বলে জানান দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী।
আদালতে দিদারুল আলমের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ফখরুল ইসলাম। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান কবির।
দুদকের উপপরিচালক মো. মোজাহার আলী সরদার ২০১২ সালের ৩১ জুলাই ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান সাবেক সেনাপ্রধান হারুন অর রশিদসহ ২২ জনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে কলাবাগান থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৪ সালের ৪ মে মামলার অভিযোগপত্র দাখিল করা হয়।
দিদারুলকে ২০১২ সালের ২০ অক্টোবর রাজধানীর মহাখালী ডিওএইচএসের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ওই মামলায় ২০১৩ সালে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন তিনি।
আবেদনের প্রাথমিক শুনানি শেষে ওই বছরের ৩ এপ্রিল তাঁকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। রুলের চূড়ান্ত শুনানি শেষে মঙ্গলবার উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেন হাইকোর্ট।

নিজস্ব প্রতিবেদক