খুলনায় ট্রাকচাপায় নিহত দুজন
খুলনা-সাতক্ষীরা সড়কে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। আজ রোববার সকালের এ ঘটনায় স্থানীয়রা ট্রাকসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
চুকনগর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এমআই হুমায়ুন কবীর জানান, ব্যবসায়ী আনোয়ার হোসেনকে (২৮) নিয়ে ভাড়ায়চালিত মোটরসাইকেলের চালক মাহবুর-উর রহমান (৩২) চুকনগর আসছিলেন। এ সময় খুলনা থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুই আরোহী পড়ে যান। তাঁদের চাপা দিয়ে পালিয়ে যায় ট্রাকটি। পরে ঘটনাস্থলের প্রায় ১৮ মাইল দূরে স্থানীয়রা চালকসহ ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করেন।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, নিহত দুজনের মরদেহ থানায় আনা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হবে।