মাদকাসক্ত ছেলের হাতুড়িপেটায় বাবা নিহত, আহত ৪
কিশোরগঞ্জের কটিয়াদীতে মাদকাসক্ত ছেলের হাতুড়িপেটায় বাবা নিহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার পশ্চিমপাড়া এলাকায় এ সময় তিন পুলিশ কর্মকর্তা ও এক কাউন্সিলর আহত হয়েছেন। এ ঘটনায় ছেলেকে আটক করা হয়েছে।
নিহত এমদাদুল কবীর (৬৫) একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি কটিয়াদী বাজারে ব্যবসা করতেন। আহতরা হলেন কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম, উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ, এসআই মইন উদ্দিন ও স্থানীয় পৌর কাউন্সিলর জয়নাল উদ্দিন।
আটক আনোয়ারুল কবীর জনিকে (৩৫) বর্তমানে থানাহাজতে রাখা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ওসি জানান, জনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তিনি একসময় পৌরসভার ভোগপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। কিন্তু নেশার কারণে চাকরি চলে যায়। নেশার টাকার জন্য তিনি প্রায়ই বাবার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করতেন।
ওসি বলেন, ‘আজ সকালে টাকা না পেয়ে জনি ঘরে তাঁর বাবাকে আটকে রেখে হাতুড়ি দিয়ে পেটানো শুরু করে। এ সময় এমদাদুল কবীরের চিৎকারে আশপাশের লোকজন এসে জড়ো হয়। কিন্তু দরজা বন্ধ থাকায় ঘরে ঢুকতে না পেরে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে আমি কয়েকজনকে নিয়ে ঘটনাস্থলে এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করামাত্র জনি হাতুড়ি দিয়ে আমাদের ওপর হামলা চালায়। হামলায় আমি, এসআই আবুল কালাম আজাদ, এসআই মইন উদ্দিন ও স্থানীয় পৌর কাউন্সিলর জয়নাল উদ্দিন আহত হয়েছি।’
ওসি আরো জানান, আহত এমদাদুল কবীরকে প্রথমে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনোর সময় পথে তাঁর মৃত্যু হয়।

মারুফ আহমেদ, কিশোরগঞ্জ