বাউফলে সংঘর্ষের ঘটনায় হত্যা মামলা : বিদ্রোহী প্রার্থীসহ আসামি অর্ধশত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/03/10/photo-1457552974.jpg)
পটুয়াখালীর বাউফলের আদাবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আশ্রাব আলী ফকিরকে (৩৭) পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় বাউফল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দলের বিদ্রোহী প্রার্থী মো. জাহাঙ্গীর হোসেন উল্লাহসহ ৫১ জনকে আসামি করে বুধবার রাতে বাউফল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহত আশ্রাব আলী ফকিরের মা হনুফা বেগম।
মামলায় বলা হয়েছে, গত সোমবার রাত সাড়ে ১০টায় আদাবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামসুল হক ফকির (নৌকা মার্কা) ও বিদ্রোহী প্রার্থী মো. জাহাঙ্গীর হোসেন (ঘোড়া মার্কা) সমর্থকদের প্রচার চালানোর সময় উভয়েই সংঘর্ষে জড়িয়ে পড়ে।
হামলায় ইউপি স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আশ্রাব আলী ফকির ঘটনাস্থলেই প্রতিপক্ষের হামলায় নিহত হন। এ ঘটনায় উভয় পক্ষের আরো ১৫ জন আহত হন।
বুধবার রাতে নিহতের মা হনুফা বেগম বাদী হয়ে বাউফল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন উল্লাহসহ ৫১ নেতাকর্মীকে আসামি করে বাউফল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ বিষয়ে পটুয়াখালীর সহকারী পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানান, নিহত আশ্রাবের মা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলাটি এজাহার হিসেবে রেকর্ড হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে ।
এদিকে আশ্রাফ নিহতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের সাত নেতাকর্মীকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।