বান্দরবানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
বান্দরবানে ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার বিকেলে জেলা শহরের বালাঘাটা বাজারের সমিল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ২০টি ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. কাজিম উদ্দিন (২২) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. নূর নবীর নেতৃত্বে পুলিশ সদস্যরা ইয়াবা বিক্রির সময় কাজিমকে গ্রেপ্তার করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ জানান, দীর্ঘদিন ধরে বান্দরবানে সংঘবদ্ধ একটি চক্র আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছে। সংঘবদ্ধ চক্রটি ধরতে পুলিশের মাদকবিরোধী অভিযান চলছে।

আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান