মাগুরায় পেট্রলবোমায় দগ্ধ দুজনের মৃত্যু

মাগুরায় পেট্রলবোমায় দগ্ধ ট্রাকশ্রমিকদের মধ্যে দুজন মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তাঁদের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন শাকিল হোসেন মোল্লা (২৫) ও রওশন আলী (৪২)।
দগ্ধদের চিকিৎসা তত্ত্বাবধানের দায়িত্ব পাওয়া প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ রোববার দুপুর ১২টার দিকে শাকিল ও গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে রওশন মারা যান। তাঁর মরদেহ মাগুরা সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। শাকিলের লাশ মাগুরায় নেওয়ার প্রক্রিয়া চলছে।
জেলা আওয়ামী লীগ ক্ষতিগ্রস্তদের সহায়তা ও আহতদের চিকিৎসার দায়ভার গ্রহণ করাসহ দুদিনের কর্মসূচির ঘোষণা দিয়েছে। দলের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুণ্ড দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পেট্রলবোমা হামলার তীব্র নিন্দা জানিয়ে এ ঘোষণা দেন। ক্ষতিগ্রস্তদের মধ্যে আগামী এক বছর নিত্যপণ্য সরবরাহ করবে আওয়ামী লীগ। আজ বিকেল ৪টায় বিক্ষোভ মিছিল এবং ২৪ মার্চ গণমিছিল হবে।
গতকাল রাত ৮টার দিকে মাগুরার মঘীরঢাল এলাকায় ট্রাকে দুর্বৃত্তদের পেট্রলবোমা হামলায় গুরুতর দগ্ধ হন মালিকগ্রামের নয় শ্রমিক। তাঁদের মাগুরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়।