হত্যা-ধর্ষণের প্রতিবাদে পাবনায় মানববন্ধন
কুমিল্লার সোহাগী জাহান তনু, পাবনার স্কুলছাত্র হাবিবুল্লাহ মিশুসহ সাম্প্রতিককালে দেশে বিভিন্ন হত্যাকাণ্ড, ধর্ষণের প্রতিবাদে পাবনায় মানববন্ধন করা হয়। ছবি : এনটিভি
কুমিল্লার সোহাগী জাহান তনু, পাবনার স্কুল ছাত্র হাবিবুল্লাহ মিশুসহ সাম্প্রতিককালে দেশে বিভিন্ন হত্যাকাণ্ড, ধর্ষণের প্রতিবাদে পাবনায় মানববন্ধন হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে পাবনা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সম্মিলিতি সাংস্কৃতিক জোট এই মানবনন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা এসব হত্যা ও ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান। একই সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে সাংস্কৃতিককর্মী, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, নাট্যকর্মী, জনপ্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধিসহ সুধীজন অংশ নেন।

এ বি এম ফজলুর রহমান, পাবনা