বান্দরবানে বিজিবি ক্যাম্পে মর্টার হামলা
বান্দরবানের বিজিবি ক্যাম্পে তিনটি মর্টার শেল নিক্ষেপ করেছে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীরা। জবাবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরাও পাল্টা মর্টার শেল নিক্ষেপ করে।
গতকাল বুধবার রাতে জেলার থানচি-আলীকদম উপজেলার সীমান্তবর্তী বুলুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও বিজিবি সূত্রে জানায়, গতকাল জেলার থানচি-আলীকদম উপজেলার সীমান্তবর্তী বুলুপাড়া এলাকার কাছে বিজিবি ৫৭ ব্যাটালিয়নের অধীনে নির্মাণাধীন একটি ক্যাম্প লক্ষ্য করে তিনটি মর্টার শেল নিক্ষেপ করে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী দলের সদস্যরা। মর্টার শেলগুলো ক্যাম্প থেকে প্রায় ১০০ গজ দূরত্বে বিজিবি হেলিপ্যাডে পড়ে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রতিবাদে বিজিবি সদস্যরাও পাল্টা দুটি মর্টার শেল নিক্ষেপ করে।
এ ঘটনার পর থেকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তজুড়ে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছেন।
বান্দরবান বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল হাবিবুর রহমান বলেন, ‘মিয়ানমারের সীমান্তরক্ষীদের সঙ্গে আমরা কথা বলেছি। বিজিবি ক্যাম্প লক্ষ্য করে মর্টার শেল নিক্ষেপ করা হয়নি। মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ চলাকালে নিক্ষেপ করা তিনটি মর্টার শেল বিজিবি ৫৭ ব্যাটালিয়নের নির্মাণাধীন ক্যাম্পের ওপর দিয়ে হেলিপ্যাডে গিয়ে পড়েছে। তার পরও ঘটনার পর থেকে বিজিবি সীমান্তজুড়ে সতর্ক অবস্থায় রয়েছে। নিরাপত্তাব্যবস্থা বাড়ানো হয়েছে।’
২০১৫ সালের জুলাইয়ে থানচি উপজেলার বড় মদকে বিজিবি ক্যাম্পে হামলা চালিয়েছিল মিয়ানমার। ওই সময় বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের গুলিতে কয়েকজন বিজিবি সদস্যও আহত হয়েছিল।

আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান