মাদারীপুরে বোরহান আকনের হত্যাকারীদের ফাঁসির দাবি
মাদারীপুরের শিবচরের নিলখী ইউনিয়নের চরকামার কান্দি গ্রামের বোরহান আকনের হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে এলাকাবাসী বিক্ষোভ সমাবেশ করে। ছবি : এনটিভি
মাদারীপুরের শিবচরের নিলখী ইউনিয়নের চরকামার কান্দি গ্রামের বোরহান আকনের হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানিয়েছে এলাকাবাসী। আজ রোববার সকালে জেলা প্রশাসকের অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে এই দাবি জানায় তারা।
বোরহান আকনের হাত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসি চাই লেখা সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে শত শত গ্রামবাসী জেলা প্রশাসকের কার্যালয়ে ঢুকতে গেলে পুলিশি বাধার মুখে পড়ে। এরপর প্রধান সড়কে দাঁড়িয়ে বিক্ষোভ করে। তবে পুলিশ বিক্ষোভকারীদের বেশি সময় অবস্থান করতে না দেওয়ায় তারা নীরব মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে।
গত ২৭ এপ্রিল সকাল ১০টার দিকে চরকামার কান্দি গ্রামে জমির নিয়ে বিরোধের জেরে ভাতিজার হাতুড়ির আঘাতে চাচা বোরহান আকন (৫০) নিহত হন। এ ঘটনায় এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এম. আর. মুর্তজা, মাদারীপুর