কালিগঞ্জে ছিনতাইকারীর হাতে গৃহবধূ খুন
গাজীপুরের কালিগঞ্জের সাওরাইদ এলাকায় ছিনতাইকারীর হাতে এক গৃহবধূ খুন হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান প্রতিবেশীদের বরাত দিয়ে জানান, সাওরাইদ গ্রামে প্রবাসী শাহাবুদ্দিনের স্ত্রী মিনারা বেগম (৩৮) বাড়ির পাশে কাজ করছিলেন। এ সময় একই এলাকার নুরে আলম (২৬) মিনারার গলা থেকে চেইন ছিনিয়ে নিয়ে পালানোর সময় তিনি চিৎকার দেন। পরে ছিনতাইকারী নুরে আলম লোহার রড দিয়ে মিনারার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় নুরে আলমকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।