পিরোজপুরে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা, আটক-৩
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দুর্নীতির মামলায় সাজা দেওয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে।
আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয় থেকে বিএনপির সহসভাপতি আব্দুস ছালাম বাতেন ও যুগ্ম সম্পাদক শেখ শহীদুল্লাহ শহীদের নেতৃত্বে একটি মিছিল বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপি কার্যালয় এলে মিছিলটি পুলিশের বাধার সম্মুখীন হয়। এ সময় পুলিশ তিনজনকে আটক করে। আটক ব্যক্তিরা জেলা বিএনপির দপ্তর সম্পাদক তৌহিদুল করিম, জেলা ছাত্রদল নেতা তানজিদ হাসান শাওন ও কলেজ ছাত্রদল নেতা রিয়াজ মাতুব্বর।
এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জানান, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দেয় এবং তাদের গণতান্ত্রিক দাবিকে প্রতিহত করার জন্য সরকার পুলিশ বাহিনী দিয়ে আমাদের নেতাকর্মীদের আটক করেছে। তিনি অবিলম্বে আটক নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।
প্রসঙ্গত, অর্থ পাচার মামলায় নিম্ন আদালতের খালাসের রায় বাতিল করে তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ডাদেশ এবং ২০ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। এর প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় বিএনপি।